করোনার দুঃসময়েও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক-ভারত সংঘর্ষ চলছেই। থেমে নেই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি। সবশেষ উপত্যকা অঞ্চলটিতে পৃথক অভিযানে ৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে ৫ ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছে।
রোববার কর্তৃপক্ষ জানায়, উপত্যকার উত্তরে হান্ডওয়ারায় বিচ্ছিন্নতাবাদীদের জিম্মি থেকে গ্রামবাসীদের উদ্ধারে চলছিল অভিযান। শনিবার রাতভর সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের সময় প্রাণ যায় এক কর্নেল এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ কর্মকর্তার। নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদীও।
একইদিন পুলওয়ামার দঙ্গরপোরা জেলায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদী। পলাতক তিনজনের খোঁজে এখনও চলছে অভিযান। গেল দু’সপ্তাহে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ২০ বিচ্ছিন্নতাবাদীর।