মিজানুর রহমান নয়ন,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাসে কারনে কর্মহীন ও লকডাউন মানুষ গুলো বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ঘূর্ণি উড়ানোই ব্যস্ত সময় কাটাচ্ছে।সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রেখেই তারা ঘূর্ণি উড়ানোর মেলা বসিয়েছে।এতে নানান অঘটনাও ঘটছে।
ঘূর্ণি উড়ানোকে কেন্দ্র করে উপজেলার পান্টি ইউনিয়নে চাচা ভাতিজার হতাহতের পর এবার পৌরসভার ৩নং ওয়ার্ড এলঙ্গী মাষ্টার পাড়ায় স্বামীর উপর অভিমান করে নিজ বাড়ির খাবার ঘরে বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে পাপিয়া নামের এক গৃহবধূ গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মাস্টার পাড়ার রনির বাড়িতে ঘটেছে।নিহত পাপিয়া রনির স্ত্রী।তবে হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।
পাপিয়ার শাশুড়ি জানান,ভোরে সেহরী খেতে উঠে খাবার ঘরের দরজা ধাক্কা দিয়ে পাপিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তিনি আরো জানান,ছেলের সাথে বউয়ের কোন সমস্যা ছিলোনা।তবে ঘূর্ণি উড়ানোকে কেন্দ্র করে রাতে মনমালণ্য হয়েছিল।
ঘটনার সত্যতা স্বীকার কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান,লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
উল্লেখ্য যে,গত বছর ২০১৯ সালের ৮ ই সেপ্টেম্বর পার্শবতী রাজবাড়ী জেলার মাছপাড়ার সফিকের মেয়ে পাপিয়ার সাথে রনির পারিবারিকভাবে বিবাহ হয়।