নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ হঠাৎ মধ্যরাতে দরজায় কড়া নাড়ার আওয়াজ। দরজা খুলতেই অবাক উপজেলার সলিমাবাদ গ্রামের আকবর খা। দেখেন এই মধ্যরাতে হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে হাজির এলাকার উন্নয়ন পরিষদের ছেলেপেলেরা। ঠিক এমনি ভাবে রাতের আধারে সলিমাবাদ উন্নয়ন পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২৫০ টি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সোমবার (৪ মে) মধ্যরাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সলিমাবাদ উন্নয়ন পরিষদের সদস্যরা। এ সময় তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এরই মধ্যে নাগরপুর উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকার কর্মহীনদের পাশে দাড়ালেও আমরা সরকারের আহবানে সাড়া দিয়ে সরকারের পাশাপাশি কর্মহীন এ সকল মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহন করি। এরই অংশ হিসেবে আজ আমরা নিজেদের এলাকার ২৫০ টি পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছি। আমাদের এ উদ্যোগ দেখে উপজেলার আরও স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের কর্মহীন এ সকল মানুষের পাশে দাড়ালে আমাদের স্বপ্ন স্বার্থক হবে।