সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র্যাব-৪-এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে আটক করে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন।
তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।
জিয়াউর রহমান চৌধুরী আরও জানান, গ্রেফতার ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।