স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে এমবিবিএস পরিচয়ধারী আনিছুর রহমান (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাড়াগ্রাম মর্ডান লাইফ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন ঐ ভুয়া ডাক্তার। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের অসচেতনতার দায়ে ঐ হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আনিছুর রহমান নামের এই ব্যক্তি নবাবগঞ্জের পাারাগ্রাম এলাকায় মর্ডান লাইফ হাসপাতালে এমবিবিএস পরিচয়ে মেডিকেল অফিসার হিসেবে চাকুরী করছেন এমন অভিযোগ পাওয়া যায়৷
অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলামকে সাথে নিয়ে ঐ হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।
এসময় আনিছুর নামের এমবিবিএস পরিচয়ধারী ঐ ব্যক্তির এমবিবিএস পাসের প্রয়োজনীয় সনদপত্র দেখতে চান ভ্রাম্যমাণ আদালত। সনদপত্র যাচাই-বাছাই করার পর তার সকল সনদপত্র অবৈধ এবং নকল প্রমাণিত হয়৷ এমনকি তিনি এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে এভাবেই এমবিবিএস পরিচয় দিতেন৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমবিবিএস ডাক্তার না হয়েও এমবিবিএস পরিচয় দিতেন আনিছুর রহমান। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তার সকল এমবিবিএস সনদপত্র নকল এবং অবৈধ প্রমাণিত হয়। প্রতারণার দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷