মিজানুর রহমান নয়ন, কুষ্টিয়া প্রতিনিধিঃ যোগদানের দিন পনেরো হতে না হতেই সকল শ্রেণি পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন কুষ্টিয়ার কুমারখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।তিনি গত ২২ এপ্রিল কুমারখালীয় থানায় যোগদান করেন।
পুলিশী আচার-আচরন আর মানবিক গুনাবলি সম্বলিত আধুনিক পুলিশের সকল গুনাবলিই রয়েছে তার মধ্যে।দেশে চলমান করোনা পরিস্থিতিতে পুলিশী এ্যাকশনের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক হয়ে খাবার সামগ্রী নিয়েও হাজির হচ্ছেন দুস্থ ও অসহায়দের বাড়িতে। করোনায় মৃত ব্যক্তি জানাযায় স্থানীয়রা ভয়ে পালিয়ে গেলেও পুলিশ সদস্যদের নিয়ে জানাযায় উপস্থিত ছিলেন।
জানা যায়,ফেসবুক, মুঠোফোন ও সুশীলদের মাধ্যমে খাদ্য সংকট ও অনাহারের খবর পেয়ে উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে দিনে রাতে হাজির হয়েছেন ভুক্তোভোগীর বাড়িতে।যোগদানের পর থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষকে খাবার উপহার দিয়েছেন তিনি।বর্তমান পরিস্থিতিতে তার মানবিক উপহার চলমান রয়েছে বলেও জানা যায়।
রোববার বিকেলে নাম প্রকাশ না করা শর্তে থানায় আগত তিনজন সাধারন মানুষ জানান,নতুন ওসি খুব ভাল মানুষ।তার আচরনে আমরা খুশি।এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তার কার্মকান্ডে প্রশংসায় ভাসছে।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান,করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ।নিজেদের জীবন বাঁজি রেখে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে আধুনিক পুলিশ।তিনি আরো জানান,ব্যক্তিগত উদ্যোগে কুমারখালী থানা পুলিশের পক্ষ্য থেকে প্রায় শতাধিক পরিবারকে উপহার হিসেবে খাবার দেওয়া হয়েছে।এউপহার প্রদান অব্যহত রয়েছে।