মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মানব সেবায় অতিরিক্ত ডি আইজি মিজানুর রহমান ইরানের নির্দেশে মিরকাদিম পৌরসভার করোন প্রাদূর্ভাবে কর্মহীন দরিদ্র ও মধ্যেবিত্ত পরিবারে ঘরে ঘরে পৌছে দিলেন খাদ্য ও ইফতার সামগ্রী উপহার । অতিরিক্ত ডি আই জি মিজানুর রহমান ইরানের নির্দেশে ও এসো গড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর অর্থায়নে শুক্রবার সকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লার বিতরণ করা হয় উপহার সামগ্রী। উপহারের মধে চাল,ডাল,চিনি,ছোলা ও মুড়ি রয়েছে।
ঘরে ঘরে উপহার সামগ্রী পৌছে দেন সমাজ সেবক আব্দুর রহমান,এ্যাডঃ হাজী ফয়সাল,মোঃ খোকন,মোঃ মিলু ভূইয়া,মোঃ মোতালেব,শিক্ষক মাহাতাব উদ্দিন বাবুল,মোঃ আওয়ালাদ হোসেন,সাবেক ইউপি সদস্য মোঃ আলা উদ্দিন,মোঃ ইমতিয়াজ,মোঃ মহাসিন ও সাগর প্রমুখ।
সমাজ সেবক এ্যাডঃ হাজী ফয়সাল জানান,প্রধানমন্ত্রীর আদেশে ও অতিরিক্ত ডি আই জি মিজানুর রহমান ইরানের নির্দেশে মিরকাদিম পৌর এলাকার কর্মহীন দরিদ্র ও মধ্যেবিত্ত পরিবারে ঘরে ঘরে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৬ শতাধিক পরিবারে মাঝে পৌছে দেয়া হয়েছে উপহার। করোনা মহামারি যতদিন অব্যাহত থাকবে তাদের এই উপহার কার্যক্রম অব্যাহত থাকার কথাও যানান তিনি।