মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জন, এর মধ্যে মৃত্যু বরণ করেছে ৭ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ শনিবার সকাল সোয়া ১১ টায় সাংবাদিকদের জানান, নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৬ জন, শ্রীনগরে একজন এবং লৌহজংয়ে একজন রয়েছেন। জেলা থেকে এপর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৮২৮টি। যার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬৯৯টি। এর মধ্যে শনিবার (২ মে) পাওয়া গেছে ৩০ এপ্রিলের ৩৭টি ও ২৭ এপ্রিলের ২৩ টিসহ ৫৯টি রিপোর্ট। এর মধ্যেই ৮ জনের পজেটিভ এবং ৫১ জনের নেগেটিভ এসেছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন আক্রান্তের মধ্যে ৩০ এপ্রিলের নমুনায় রয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন (৩৯), মিরকাদিমের পুরুষ (২৬), মিরকাদিমের পুরুষ (৫৬), সিলিমপুরের পুরুষ (৪০) এবং ২৭ এপ্রিলের নমুনার মুক্তারপুরের পুরুষ (৫৭) এবং শহরের জিপিএইচ টাওয়ারের পুলিশ পুরুষ (৪৩)। এদিকে ৩০ এপ্রিলের নমুনায় শ্রীনগর উপজেলার ষোলঘরের রয়েছেন পুরুষ (২৯) এবং ২৭ এপ্রিলের নমুনায় লৌহজং উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মহিলা (৬২)।
সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী ১১৭ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।
এই হিসাব অনুযায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১৩ জন, সিরাজদিখান উপজেলায় ২৩ জন, লৌহজং উপজেলায় ১৩ জন, শ্রীনগর উপজেলায় ১১জন এরং গজারিয়া উপজেলায় ১২ জনের করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার আরও ১১ জনের নমুনা ‘ নিপসম ‘ এ পাঠানো হয়েছে। এপর্যন্ত নমুনা আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছে ৮২৮টি এবং তার বিপরিতে রিপোর্ট পাওয়া গেছে ৬৯৯টির ।