মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধি:জেলার বিভিন্ন প্রধান সড়কে থাকা চেক পোষ্টগুলো থেকে সরে গেছে পুলিশ সদস্যরা।ফলে মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই সড়ক গুলোতে বেড়ে গেছে যানবাহর ও মানুষের আনাগোনা। শহরের বিভিন্ন সড়ক ও অলিগলীতে গণপরিবহন এবং মানুষের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
বাজারগুলোতেও বেড়ে যায় লোকসমাগম। যেন চিরচেনা সেই রূপে ফিরে গেছে মুন্সীগঞ্জ শহর। রাস্তা জুড়ে পায়ে হাটা মানুষের সংখ্যাও ছিলো চোখে পড়ার মত। গ্রামের লোকজন ছুটে আসছে ঈদের কেনাকাটা করার জন্য। সকালে হাট বাজার এবং মার্কেটের বিপনী বিতানগুলোতে বিপুল পরিমান নারীরা অপেক্ষায় করতে দেখা গেছে। খোলা থাকা ব্যাংকগুলোতেও ছিলো মানুষের ভিড়।
বিশিষ্টজনেরা বলছেন,করোনার আতংকে দেড় মাসেও সাধারন মানুষ সচেতন হয়নি। এদিকে রোগীদের বাড়ী লক ডাউন বা প্রতিবেশীদের না জানানোর ফলে অনেকেই অবাদে ঘুরাফেরা করছে এখনও।এতে করে কমিউনিটি ট্রান্সমিশন দিন দিন বেড়েই যাচ্ছে।