পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী বলেছেন, আমি ইন্তিখাব আলমের ফোন পেয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন, মিডিয়াতে তার ব্যাপারে যা দেখানো হচ্ছে সে ব্যাপারে তার কিছুই করার নেই। সেটা আরিফ আব্বাসি হোক বা অন্য কেউ।
পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে ম্যাচ খেলা বাসিত আলী আরও বলেন, বিশ্বের আদালতে যদি কেউ আমার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি মরতেও রাজি আছি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা আরিফ আব্বাসির করা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করে এমনটি বলেছেন বাসিত আলী।
১৯৯৪ সালে শ্রীলঙ্কা সফরে দলের সাবেক কোচ ইন্তিখাব আলমের সঙ্গে বাসিত আলী ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন, এমন অভিযোগ আনেন আব্বাসি।
তবে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে নিজের ওপর আসা অভিযোগ অস্বীকার করেন পাকিস্তানের ৪৯ বছর বয়সী বাসিত আলী।