কঠোর লকডাউনে মানুষ যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসেন সেই বিষয়টি বাস্তবায়নে শক্ত অবস্থানে পুলিশ। ফলে শুধু প্রধান সড়ক নয়, এলাকার অলিগলিতেও বেড়েছে তাদের তৎপরতা।
কিন্তু এদিকে পুলিশকে ফাঁকি দিয়ে হরদম আড্ডায় মাতছেন একদল মানুষ। যাদের মাঝে নেই সামাজিক দূরত্বের বালাই। আবার কারো কারো মুখে নেই মাস্কও। পুলিশ আসার খবরে নিমিষেই গায়েব হয়ে যান তারা। পুলিশ চলে গেলে আবার মাতেন আড্ডায়।
বৃহস্পতিবার সকাল থেকে এমন চিত্র দেখা গেছে চট্টগ্রাম নগরের মুরাদপুর রেললাইন, হামজারবাগ ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ কয়েকটি এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, মুরাদপুর ও মেডিকেল কলেজ এলাকায় আমাদের টিম রয়েছে। এমন কাউকে পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।
মাঠে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে নগরের বিভিন্ন এলাকায় আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। কোথাও জটলা পাকানোর খবর পেলে কিংবা কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে এলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হচ্ছে না।