কঠোর বিধিনিষেধ শেষে সচল হচ্ছে দোকানপাট, গণপরিবহণসহ অন্যান্য প্রতিষ্ঠান। এতে কর্মস্থলে যোগ দিতে শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে ঢাকামুখী শত শত যাত্রী।
বৃহস্পতিবার সকাল হতে বাংলাবাজার থেকে প্রতিটি লঞ্চে ঢাকার অভিমুখে শত শত যাত্রীকে শিমুলিয়াঘাটে আসতে দেখা যায়। লঞ্চে যাত্রীদের চলাচল ও ওঠানামায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব।
এদিকে ফেরিতে বাড়ি যানবাহন পারাপার না করার কারণে ঘাটে আটকে আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে তিনটি ফেরি চলাচল করছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় সাড়ে তিন শতাধিক যানবাহন রয়েছে।
বাংলাবাজারঘাট থেকে অনেক যাত্রী ফেরিতে চড়ে শিমুলিয়া আসছেন বলে জানান শিমুলিয়াঘাটের ওই ব্যবস্থাপক।