মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে কৃষি শ্রমিক সংকট পূরণের লক্ষ্যে আড়িয়লবিলের ষোলঘর এলাকার কেয়টখালী অংশে এক কৃষকের ধান কেটে দিলো কৃষক লীগ। শ্রীনগর উপজেলা কৃষক লীগের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেয় মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগসহ প্রায় ৫০ জন নেতাকর্মী। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অসহায় কৃষক আব্দুল আজিজের ৭০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন তারা।
এসময় ধান কাটায় অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মো. মোহাসিন মাখন, সাধারণ সম্পাদক এইচএম সাইফুল ইসলাম ফিরোজ,যগ্ন সাধারন সম্পাদক মৃধা মান্নান কাজল শ্রীনগর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো. আঃ রহিম, সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম ডালু, সহ-সভাপতি এম আক্কাস আলী মাদবর, পানি ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মো. মনোয়ার হোসেন নাছির, ষোলঘর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামসহ স্থানীয় কৃষক আব্দুল আজিজ প্রমুখ।