আরিফ প্রধান, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা সোহেল রানা প্রায় দুমাস পূর্বে গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের হত দরিদ্র বৃদ্ধ রজব চন্দ্র বর্মনের ১০ সদস্যের পরিবার নিয়ে তালপাতা দিয়ে ঘর তৈরি করে বসবাস, খেয়ে নাখেয়ে মানবেতর জীবন যাপনের বিষয়টি ফেসবুকে টাইমলাইনে তুলে ধরেন।
বিষয়টি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নারী সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসীর দৃষ্টি গোচর হলে তিনি অসহায় পরিবারটির খোঁজ খবর নিয়ে তাদের কষ্ট লাগবে টিনের ঘর তৈরি করে দিয়েছেন। ঘর পেয়ে আনন্দে আত্মহারা চোখে পানি চলে আসে রজব ও তার পরিবারের সদস্যদের।
অসহায় হতদরিদ্র পরিবারটির মাথা গুজার ঠাই করে দেয়ায় নারী সাংসদকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা ও অসহায় পরিবার।