ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম আজ। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এবারের নিলামে সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। ভালো পারফর্ম করে দলের জয়ে অবদান রাখবে পারবেন – এমন ক্রিকেটার খুঁজছেন দলটির মালিক প্রীতি।
নিলামে অংশ নিতে ইতোমধ্যে চেন্নাই পৌঁছেছেন প্রীতি জিনতা। চেন্নাই পৌঁছেই নিজের ভেরিফাইড পেইজ থেকে একটি পোস্ট করেন প্রীতি। সে পোস্টে জানতে চান পাঞ্জাবের জার্সিতে ভক্তরা কোন কোন খেলোয়াড়কে দেখতে চান?
এই পোস্টে পাঞ্জাবভক্তরা অনেক খেলোয়াড়ের নাম প্রস্তাব করছেন। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।