সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
বিশ্বব্যাপি করোনাভাইরাস পরিস্থিতিতে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে উপজেলা আওয়ামীগের তথ্য-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রায় ৭ শতাধিক খেটে খাওয়া দিনমজুর, রিকশা ও ভ্যানচালক,পরিবহন শ্রমিক, ভিক্ষুক, বিধবা নারী ও ইত্যাদি শ্রমজীবি মানুষের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আটা,২ কেজি আলু, ১ কেজি ডাল,১ লিটার তেল শনিবার সকাল ১০টা থেকে দুপুর বেলা ১টা পর্যন্ত ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গিয়ে গিয়ে এ সকল খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামীগের তথ্য-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বলেন, দেশরত্ন শেখ হাসিনার আহবানে সারা দিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় চিত্রকোট ইউনিয়নের ভাইবোনদের পাশে তাদের একজন সেবক হিসেবে ব্যক্তিগতভাবে পাশে দাড়ানোর চেষ্টা করেছি । আমি আশা করব সমাজে যারা বিত্তবান আছেন যার যার অবস্থান থেকে সকলকেই এগিয়ে আসতে হবে ।
খাদ্য উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক , জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এড.আবুল কাশেম,আওয়ামীলীগ নেতা জুলহাস উদ্দিন জুয়েল , আনোয়ার দেওয়ান ,চিত্রকোট ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.শাহ আলম,সাধারণ সম্পাদক উজ্জল দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো.জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি যোবায়ের আলম বিদ্যুৎ প্রমুখ ।