সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
লকডাউনের ৯ম দিনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়েছে।
শুক্রবার ৩০ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীব কুমার দাস উপজেলার সিরাজদিখান ও বালুচরবাজারে অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন।
এসময় সাথে ছিলেন সিরাজদিখান থানা পুলিশ ও সেনাবাহিণী এবং ভূমি অফিসের পেশকার মোঃ রেজাউল করিম । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীব কুমার দাস বলেন, সরকারি আদেশ বাস্তবায়নে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব।
তাই উপজেলাবাসীকে সরকারি আদেশ মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, জনসাধারনের মধ্যে সচেতনতার খুবই অভাব রয়েছে । শিক্ষিত সমাজের উচিৎ সাধারন মানুষকে করোনার ভয়াবহতা বুঝানো, না হলে মোবাইল কোর্ট করে তাদের রোধ করা সম্ভব হবে না ।