উপজেলা প্রতিনিধি :
হেফাজতের নাশকতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ২৬ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় রূপগঞ্জ থানায় নাশকতার মামলা হয়। ওই মামলায় দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, পুলিশের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নাশকতার মামলা ছাড়াও যুবদলের এ নেতার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।