২৯, মার্চ, ২০২৪, শুক্রবার
     

অস্ত্রে না পেরে আফগানদের ভাতে মারছে যুক্তরাষ্ট্র, দাবি চীনের রাষ্ট্রদূতের

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে দেখা করেছেন দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং উই।

আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেস জানিয়েছে, আফগান স্বরাষ্ট্রমন্ত্রীকে চীনের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র তালেবানের কাছে অস্ত্রের লড়াইয়ে পরাজিত হয়ে এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে প্রতিশোধ নিচ্ছে।

শনিবার চীনের রাষ্ট্রদূত ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

চীনের রাষ্ট্রদূত আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাক স্বাধীনতা, নারী ও মানবাধিকারকে আফগানদের মারার অজুহাত হিসেবে ব্যবহার করছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র ইঞ্জিনিয়ার ইজাম একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, চীনের রাষ্ট্রদূত আফগানিস্তানকে সহায়তা করা, তাদের নিজস্ব ব্যপারে মাথা না ঘামানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইঞ্জিনিয়ার ইজাম আরো জানান, ইসলামিক ভাবধারায় আফগানিস্তান সরকার গঠন করতেও সহায়তা করবে চীন এমনটি জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

সূত্র: দ্য খামা প্রেস

               

সর্বশেষ নিউজ