২৪, এপ্রিল, ২০২৪, বুধবার
     

আবার কি মাঠে নামবেন তামিম?

চট্টগ্রাম টেস্টে প্রচণ্ড গরমের মধ্যে প্রায় দুই দিন ফিল্ডিং করার পর ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ দল।

প্রচণ্ড গরমের কারণে ব্যাটিংয়ে নেমে অসুস্থ হয়ে পড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সোমবার শেষ বিকালে ১৯ ওভার খেলে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় স্কোর বোর্ডে ৭৬ রান জমা করেন।

মঙ্গলবার ফের ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। আর ১৩৩ রান করে প্রচণ্ড গরমে পানিশূন্যতায় হাতের পেশিতে টান পড়ে মাঠ ছাড়েন তামিম। সবকিছু ঠিক থাকলে বুধবার ফের মাঠে নামবেন তিনি।

এমনটি জানিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, দুই দিন ফিল্ডিং ও পরে ব্যাট করার পর গরমে তামিমের এমন অবস্থা হয়েছে। উইকেটে দৌড়ানো ছিল কঠিন। আমি বুঝতে পারি সে ক্রাম্পড করেছে। রাতে ভালো খাবার ও পানীয় গ্রহণের পর আমার মনে হয় কাল সে ঠিক হয়ে যাবে।

শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন দুই ওপেনার তামিম ও মাহমুদুল হাসান জয়।

এই দুই ওপেনারের প্রশংসা করে ব্যাটিং কোচ সিডন্স বলেন, তামিম ও জয় সুন্দর ব্যাট করেছে। ওপেনিংয়ে ব্যাট করা অত সহজ না। সোমবার তারা যেভাবে খেলেছে এবং আজও ভিত গড়ে দিল। তামিম দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কাল যখন সে মনে করবে ফিট, সে আবার ব্যাটিংয়ে ফিরে আসবে।

               

সর্বশেষ নিউজ