২৯, মার্চ, ২০২৪, শুক্রবার
     

‘ইউক্রেন কোনো ভিআইপি পাস পাবে না’

ফ্রান্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইউক্রনের কয়েক বছর লাগতে পারে।

এর মাধ্যমে ফ্রান্স ইঙ্গিত দিল, অন্য দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্ত্বেও ইউক্রেন সহসাই ইউনিয়নের সদস্যপদ পাবে না।

ব্রাসেলসে একটি সামিটে যোগ দেওয়ার আগে ফ্রান্সের একজন মন্ত্রী বলেছেন, কঠোর নিয়মকানুন মেনে এবং শর্ত পূরণ করে তবেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হবে।

ফ্রান্সের রেডিও ইউরোপ ওয়ানকে এ ব্যাপারে ইউরোপ বিষয়ক ফরাসি মন্ত্রী প্রতিনিধি ক্লেমেট বিউনু বলেছেন, এখানে ত্বরান্বিত কোনো প্রক্রিয়া নেই। এখানে কোনো ভিআইপি পাস নেই।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে, দেশকে পুনর্গঠন করতে আগে তাদের যুদ্ধ বন্ধ করতে হবে, যত অর্থনৈতিক এবং গণতান্ত্রিক নিয়ম-নীতি আছে সেগুলো পূরণ করতে হবে। এটা সময় নেবে। কিন্তু আমরা তাদের আমন্ত্রণ জানাচ্ছি সেটি ইঙ্গিত দিচ্ছি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার এবং শুক্রবার বৈঠকে বসবেন। এই বৈঠকে তারা ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়া ও না দেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

অবশ্য ইউরোপীয় কমিশন গত সপ্তাহে ইউক্রেনকে সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাদের সমর্থন জানিয়েছে।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ