১৯, মার্চ, ২০২৪, মঙ্গলবার
     

এবার ন্যাটোকে জবাব দিতে নতুন পরিকল্পনার কথা জানাল রাশিয়া

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো যদি আরও সম্প্রসারণ ঘটায় তাহলে কীভাবে রাশিয়া তার জবাব দেবে তা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সের্গেই শোইগু বলেন, রাশিয়া তার সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণ মোকাবিলায় দেশের পশ্চিমে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করবে।

রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের খবর সামনে আসার পর থেকেই এর বিরোধিতা করে আসছে রাশিয়া।

সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদের আবেদন করলে ক্রেমলিন আগেই প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছিল। অবশ্য কি প্রতিক্রিয়া জানান হবে তা স্পষ্ট করে সে সময় জানায়নি মস্কো।

এর আগে রাশিয়া সতর্কবার্তা উচ্চারণ করে বলেছিল, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদান ওই অঞ্চলের ‘সামরিকীকরণ’ ঘটাবে এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে মস্কো তার প্রতিক্রিয়া জানাবে।

অবশ্য সেসব হুমকিধামকি উপেক্ষা করেই বুধবারই ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন-ফিনল্যান্ড। সামরিক জোটটির সদস্য হতে দেশ দুটির কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

               

সর্বশেষ নিউজ