২০, এপ্রিল, ২০২৪, শনিবার
     

তালেবান কমান্ডারের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তাল আফগানিস্তান

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রখ্যাত তালেবান কমান্ডার মাখদুম আলমকে গ্রেফতার করেছে। এদিকে তালেবান কমান্ডারের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বালখ প্রদেশ থেকে মাখদুমকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের রাজধানী মাইমানায় কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

তারা মাখদুমের অবিলম্বে মুক্তির দাবি করেন। মাখদুমকে গোষ্ঠীগত দ্বন্দের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে খামা নিউজ জানিয়েছে।

মাখদুমকে মুক্তি না দিলে বিক্ষোভকারীরা বৃহত্তম পদক্ষেপ নেওয়ার হুমকি দেন।

তবে এই গ্রেফতারের ব্যাপারে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালেবানের প্রথম দফার শাসনামলে মাখদুম প্রাদেশিক গভর্নর ও সামরিক কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

               

সর্বশেষ নিউজ