২৮, মার্চ, ২০২৪, বৃহস্পতিবার
     

‘তুরস্কে নয় ইসরাইলকে জবাব দেয়া হবে তেল আবিবে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যখনই ইচ্ছা করেছে তখনই ইসরাইলকে তেল আবিবে জবাব দিয়েছে। কাজেই এই অবৈধ রাষ্ট্রের ক্ষতি করার জন্য তৃতীয় কোনো দেশে হামলা চালানোর প্রয়োজন ইরানের নেই।

সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে এক সংবাদ সম্মেলনে ইসরাইলের সাম্প্রতিক এক দাবির জবাব দিতে গিয়ে একথা বলেন।

সম্প্রতি তেল আবিব দাবি করেছে, ইরান তুরস্ক সফররত ইসরাইলি পর্যটকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে। এ কারণে ইসরাইল পর্যটকদের তুরস্ক সফরের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তেল আবিব।

এ সম্পর্কে আব্দুল্লাহিয়ান বলেন, অবৈধ ইসরাইল সরকার সম্পূর্ণ কল্পনাপ্রসূত দাবি করেছে কারণ, ইসরাইলের ওপর হামলা চালানোর জন্য দখলীকৃত ভূখণ্ডের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ইরানের নেই।

আব্দুল্লাহিয়ান বলেন, এখন পর্যন্ত ইরান যখনই ইচ্ছা করেছে তখনই ইসরাইলকে তার অপকর্মের জবাব তেল আবিবে দিয়েছে এবং ভবিষ্যতের বোঝাপড়াও সেখানেই হবে। তিনি গোটা ফিলিস্তিন ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইরান তার এ অবস্থান থেকে একচুলও সরবে না।
সূত্র : পার্সটুডে

               

সর্বশেষ নিউজ