২৮, মার্চ, ২০২৪, বৃহস্পতিবার
     

দোনেৎস্কের পথে রওনা দিয়েছে রুশপন্থি সেনারা

রাশিয়ার সমর্থিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানেস্ক পিপলস রিপাবলিকের সেনারা দোনেৎস্কের সম্মুখভাগে রওনা দিয়েছে।

মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন দোনেৎস্ক পিপলস রিপাবলিকের কথিত রাষ্ট্র প্রধান ডেনিস পুসিলিন।

দোনবাসের লুহানেৎস্ক নিয়ন্ত্রণ নেওয়ার পর দোনেৎস্ক দখল করার মিশন শুরু করার কথা জানায় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্কে অভিযান চালানোর ঘোষণা দেন।

দোনবাস প্রদেশের লুহানেৎস্ক এবং দোনেৎস্কের কিছু অংশ ২০১৪ সালেই দখল করে রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় তারা দুটি আলাদা কথিত রাষ্ট্র তৈরি করে।

রুশ বাহিনীর সহায়তা নিয়ে দোনেৎস্ক এবং লুহানেস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা লুহানেৎস্ক দখল করে।

বর্তমানে দোনবাসের দোনেৎস্কের ৫৫ ভাগ দখল রয়েছে রুশপন্থিদের হাতে। বাকি ৪৫ ভাগের দখল এখনো ইউক্রেনের হাতে রয়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। ওই সময় ইউক্রেনে ঢুকে রুশ সেনারা রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিল। কিন্তু তারা সেই অভিযানে ব্যর্থ হয়।

এরপর রাশিয়ার সেনারা কিয়েভ ও এর আশপাশের অঞ্চল থেকে সরে পড়ে। রুশ কমান্ডাররা এরপর ঘোষণা দেন তারা পুরো দোনবাস স্বাধীন করবে।

সূত্র: রয়টার্স

               

সর্বশেষ নিউজ