২৩, এপ্রিল, ২০২৪, মঙ্গলবার
     

পাকা চুল আগের মত কালো হবে আলুতেই!

পাকা চুল আগের মত কালো হবে আলুতেই- অনেকেই চুল কালো করতে বেছে নেন বাজারের কেনা রং, এই রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আরও দ্রুত সব চুল পেকে যায়।

আর একবার রং করার পর সাত থেকে ১০ দিনেই সাদা চুল বের হয়, ফলে আবারও চুলে রং দিতে হয়। এতো ঝামেলা থেকে রক্ষা পেতে বেছে নিন, প্রাকৃতিক উপায়। খুব সাধারণ আলু দিয়েই ফেরানো সম্ভব চুলের কালো রং।

কীভাবে? জেনে নিন: প্যানে এক কাপ আলুর খোসা দিন। তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন। এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।

               

সর্বশেষ নিউজ