২৮, মার্চ, ২০২৪, বৃহস্পতিবার
     

মুরাদকে আ’লীগ থেকে বহিষ্কারের ইঙ্গিত হানিফের

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আগামী কার্যনির্বাহী সভায় তার বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাহবুবউল আলম হানিফ বলেছেন, মুরাদ হাসানকে এরই মধ্যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ দুপুর ১২টার দিকে জামালপুর-৪ আসনের এ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ডা. মুরাদ চট্টগ্রামে অবস্থান করছেন।

গত কয়েকদিন ধরেই ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর একটি অডিও ফাঁস হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

               

সর্বশেষ নিউজ