২৫, এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার
     

সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি সহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে এই গ্রীষ্মকালে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় বদ্যুৎ সাশ্রয় নিয়ে আলোচনার মধ্যে পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, সরকারি অফিসের এসি যেন ২৪ ডিগ্রির নিচে নামানো না হয়। আর গ্রীষ্মকালে স্যুট পরে অফিস না করে সরকারি কর্মকর্তারা যেন শুধু আনুষ্ঠানিক সভায় স্যুট পরিধান করেন। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা দেওয়া আছে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় যোগ দেন।

               

সর্বশেষ নিউজ