২৩, এপ্রিল, ২০২৪, মঙ্গলবার
     

হজ পালনের জন্য সাড়ে ৬ হাজার কি.মি. হেঁটে সৌদি আরবে তিনি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হেঁটে মক্কায় গেলেন আদম মোহাম্মদ নামে একজন ব্রিটিশ নাগরিক। এজন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার হাঁটতে হয়েছে তাকে।

মঙ্গলবার সংবাদমাধ্যম আরব নিউজ ও গাল্ফ টুডের ভিন্ন ভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, হজ পালনে হেঁটে ১১ দেশ পাড়ি দিয়েছেন ৫২ বছর বয়সি আদম মোহাম্মদ। গত বছরের ১ আগস্ট যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া এবং জর্ডান হয়ে সৌদি আরবে পৌঁছেছেন। এ জন্য ১১ মাস ২৬ দিনে প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে তাকে।

অর্থাৎআদম মোহাম্মদ দিনে গড়ে ১৭ দশমিক ৮ কিলোমিটার পথ হেঁটে গত ২৬ জুন মক্কার আয়েশা মসজিদে পৌঁছান।

মক্কায় পৌঁছালে অন্য হজযাত্রী, স্থানীয় বাসিন্দারা আদমকে স্বাগত জানান।

তাদের মধ্যে বিমানে করে যুক্তরাজ্য থেকে সৌদিতে আসা আদমের দুই মেয়েও ছিলেন।

মক্কা পৌঁছাতে পেরে ভীষণ খুশি আদম মোহাম্মদ।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি আমার যাত্রা শেষ করতে পেরে খুব খুশি। আমি এই যাত্রাকে সম্ভব করার জন্য এবং হজ পালনে আমার সর্বকালের লক্ষ্য পূরণ করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাব। এটা আমার জন্য সহজ যাত্রা ছিল না। কিন্তু আল্লাহর জন্য এবং মানবতার খাতিরে আমাকে সবকিছু ত্যাগ করতে হয়েছে। সৌদি এবং অন্যান্য দেশের নাগরিকরা আমাকে স্বাগত জানিয়েছেন। তাদের উদারতা এবং ভালোবাসায় আমি অভিভূত। আমি হজ পালন করতে খুব আগ্রহী। কারণ হজ পালন আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’

কেন হেঁটে সুদূর ইউরোপ পাড়ি দিয়ে মক্কায় আসার পরিকল্পনা নিলেন?

আদম মোহাম্মদ বলেন, ‘ আমি একদিন পবিত্র কুরআন পাঠে ব্যস্ত ছিলাম। হঠাৎ একদিন ঘুম ভাঙার পর আমার ভেতরের কিছু একটা আমাকে বললো, আমার বাসা থেকে পায়ে হেঁটে মক্কায় যেতে। আমি সেই ডাক উপেক্ষা করতে পারিনি।’

               

সর্বশেষ নিউজ