ঘোড়াঘাট(দিনাজপুর) মাহতাব উদ্দিন আল মাহমুদঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গেরম পানিতে মোঃ শফিউল আলম শফি(৪৮) নামের এক ব্যক্তির শরীর ঝলসে দিল তালাক প্রাপ্তা স্ত্রীর পরকিয়া প্রেমিক হযরত আলী ।১৫ মার্চ সোমবার সকাল অনুমান ৮টার সময় উপজেলার বলগাড়ী বাজারে মোঃ আঃ আলিমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
স্ত্রী শাহানারা বেগমের(৪২) পরকিয়া প্রেমিক একই গ্রামের হযরত আলীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হযরত আলী চায়ের দোকানের গরম পানি ঢেলে দেয় মোঃ শফিউল আলমের শরীরে। এতে মোঃ শফিউল আলমের শরীর ঝলসে যায়। সারা শরীর দগ্ধ হয়ে যায়। তাকে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক।ঘোড়াঘাট উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মৃত বানু সরকারের পুত্র মোঃ শফিউল আলম শফি(৪৮)এর স্ত্রী শাহানারা বেগমের সাথে দা¤পত্য জীবন যাপন করা কালে, এক কন্যা, ও ২ পুত্রের জননী হয়।
এমতাবস্থায় একই গ্রামের সমশের ্আলীর পুত্র মোঃ হযরত আলী প্রতিবেশী হওয়ার সুবাদে মোঃ শফিউল আলম শফির বাড়ীতে যাতায়াত করা কালে স্ত্রী মোছা; শাহানারার সাথে ্অবৈধ সম্পর্ক গড়ে তোলে।তাদের ্অবৈধ সম্পকের কথা জানাজানি হলে স্ত্রী মোছাঃ শাহানারা বেগম মোঃ শফিউল আলমকে তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর স¤পর্ক চ্ছিন্ন করে তার পিতার বাড়ীতে চলে যায়। ১৫ মার্চ সোমবার সকাল অনুমান ৮টার সময় উপজেলার বলগাড়ী বাজারে আঃ আলিমের চায়ের দোকানে চা পান করা কালে সেখানে হযরত আলী উপস্থিত হলে আক্ষেপ করে মনের দুঃখ প্রকাশ করে হযরত আলীকে সংসার নষ্ট করার কথা বলে।
উক্ত সময় হযরত আলী ক্ষিপ্ত হয়ে শফিউল আলমকে অশ্লীল ভাষায় গালি গালাছ করার এক পর্যায়ে চায়ের দোকানে চুলার উপরে থাকা গরম পানির কেতলি তুলে শফিউল আলমের শরীরে গরম পানি ঢেলে দেয়। ফলে শরীর ঝলসে যায়।শরীরের বিভিন্ন স্থানে ছিলে গিয়ে শরীর ক্ষত, বিক্ষত হয়।