মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে ট্রাক – অটোরিকশা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংখাজনক ।
৬ জুন রবিবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের বিরল পৌরসভা এলাকার মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে । নিহত একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন বিরল উপজেলার ৫নং ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৫০) , অপর জনের পরিচয় পাওয়া যায়নি ।
বিরল ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘাতক ট্রাক আটক হলেও এর চালক ও সহযোগিরা পালিয়েছে। পুলিশ দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করেছে।
বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম জানান সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।