২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

নেশাদ্রব্য দিয়ে অজ্ঞান করে অটো চুরি আটক ২

টংগিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ নেশাদ্রব্য দিয়ে অজ্ঞান করে অটো চুরি আটক ২ । গত ০৪/০৬/২০২২ ইং তারিখে ০২.১৫ ঘটিকার সময় টংগিবাড়ী থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে ০৩ জন অজ্ঞাত লোক মিশুক গাড়ী ড্রাইভারকে নেশাদ্রব্য দিয়ে অজ্ঞান করে মিশুক গাড়ী নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ০২ জন আসামী গ্রেফতার করে।

গ্রেফতারকৃ ব্যাক্তিরা হলেন ১. মোঃ শাহীন (২৫), পিতা- আঃ রশিদ @ আঃ লতিফ গাজী, সাং- দক্ষিণ চর বিশ্বাস, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী, বর্তমানে সাং- বন্দ ডাকপাড়া, থনাা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা ও ২. মোঃ আশরাফুল সরদার (১৯), পিতা- মান্নান সরদার, সাং- খেদরামদিয়া, থানা- বালিয়াকান্দি, জেলা: রাজবাড়ী। টংগিবাড়ী থানার এসআই (নিঃ) রমজান আলী সজল ও সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পলাতক অপর আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

               

সর্বশেষ নিউজ