তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিয়েছে। এ জন্য দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদের প্রতিরক্ষা শিল্প গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট ‘যুদ্ধ ড্রোন’ নিয়ে কাজ করা দলটির সাথে কাজ করছে।
এই ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করা জেনারেল ডিরেক্টর গুরকান ওকুমুস আনাদোলু এজেন্সিকে বলেন, ‘ভবিষ্যতের জন্য অন্যান্য আরো প্ল্যাটফর্ম থাকতে পারে। তবে এই ব্যাপারে কাজ অব্যাহত।’
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকেলি প্রদেশের গেবজে জেলার আইটি ভ্যালিতে অনুষ্ঠিত এমএমজি-ইউরিটেক ইউরেশিয়া আর অ্যান্ড ডি, উদ্ভাবন ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন এবং প্রদর্শনীর সময় তিনি এ কথা বলেন।
ওকুমুস আরো বলেন, “বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে বিমানের ‘ধারালো অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়।”
তিনি আরো উল্লেখ করেছেন যে, ‘জাতীয়ভাবে কোনো জিনিসের উন্নতকরণের অনেক ভালো প্রভাব থাকে।’
ওকুমুস বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলোর সাহায্যে আমরা না দেখেই লক্ষ্যস্থির করতে পারব এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব। নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়ে কাজটি করা আমাদের জন্য অনেক সহজ হবে।’
তিনি আরো বলেন, ‘উচ্চ প্রযুক্তি খুব সহজে অন্য দেশের মধ্যে ভাগ করা যায় না। কোনোভাবেই করা যায় না। প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বিদেশ থেকে এগুলো সহজে আনা সম্ভব হয় না। সুতরাং, এখানে প্রতিটি প্রকল্পের ফলাফল একটি নতুন অর্জন।’
সূত্র : ডেইলি সাবাহ