২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

হজরত ফাতেমা (রা.) নিয়ে নির্মিত ছবির বিরুদ্ধে বিক্ষোভ

কয়েকটি সিনেমা হলের বাইরে প্রচণ্ড প্রতিবাদের পর শেষ নবি হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী বাতিল করেছে ব্রিটিশ সিনেমা কোম্পানি সিনেওয়ার্ল্ড।

কোম্পানিটি জানিয়েছে, কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। ১ লাখ ২০ হাজারের বেশি লোকের গণস্বাক্ষরে ব্রিটেনের সিনেমা হল থেকে ‘লেডি অব হ্যাভেন’ ছবিটি নামিয়ে ফেলার আবেদন জানানো হয়েছিল।

বোল্টন কাউন্সিল অব মস্ক-এর চেয়ারম্যান আসিফ প্যাটেল জানিয়েছেন, ছবিটি একটি সাম্প্রদায়িক মতাদর্শে দুষ্ট এবং ঐতিহাসিক বর্ণনাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করেছে।’

৩ জুন মুক্তির পর বার্মিংহাম, বোল্টনসহ কয়েকটি শহরে সিনেমাটির প্রদর্শন শুরুর পর সিনেমাহলের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। মুসলিম নিউজ সাইট ফাইভ পিলার টুইটারে একটি ছবি শেয়ার করে লিখেছে-২০০ জন মুসলমান রোববার সিনেওয়ার্ল্ডের বার্মিংহাম শাখার বাইরে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

               

সর্বশেষ নিউজ