ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে এবং গম, ভুট্টা, উদ্ভিজ্জ তেল ও অন্যান্য খাদ্যপণ্য রফতানিতে বাধা দিয়ে, রাশিয়া ‘বিশ্বকে দুর্ভিক্ষের হুমকি দিয়ে ভয় দেখানো’ অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবারে প্রকাশিত টাইম ম্যাগাজিন গালাকে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন যে রাশিয়ার কর্মকাণ্ড বিশ্বকে ‘এক ভয়াবহ খাদ্য সঙ্কটের দ্বারপ্রান্তে’ এনে দাঁড় করিয়েছে।
জেলেনস্কি বলেন, কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকলে লাখ লাখ মানুষ অনাহারে পড়তে পারে।
রফতানি হ্রাসের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তাদের ভাষ্যমতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের মাইন পেতে রাখাকে দায়ী করেছে রাশিয়া।
এদিকে, পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে বৃহস্পতিবার তুমুল লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে তাদের দূরপাল্লার কামান প্রয়োজন যাতে করে তারা বিপুল এলাকার দখল করে রাখা রুশ বাহিনীকে পরাস্ত করতে পারে।
এক পৃথক বক্তব্যে বুধবার জেলেন্সকি বলেন যে সেভেরোদোনেৎস্কর লড়াই এই যুদ্ধের ‘সবচেয়ে কঠিনগুলোর মধ্যে একটি’। গুরুত্বপূর্ণ অঞ্চলে সেটির গুরুত্বও তুলে ধরেন তিনি।
রাশিয়ার তুমুল আক্রমণের মুখে বুধবার ইউক্রেনের বাহিনী পিছু হটে, সেভেরোদোনেৎস্কের উপকণ্ঠে অবস্থান নিতে বাধ্য হয়।
সূত্র : ভয়েস অফ আমেরিকা