২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

যুদ্ধে কত সেনা মারা গেছে, জানাল ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত নিজেদের প্রায় ১০ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে দুই দেশ যুদ্ধ করে যাচ্ছে।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কত সেনা মারা গেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচের কাছে।

সেই প্রশ্নের উত্তরে জানান তাদের ১০ হাজার সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন তাদের প্রায় ১০০ সেনা এ যুদ্ধে প্রাণ হারাচ্ছেন। সঙ্গে আহত হচ্ছেন কয়েকশ।

জেলেনস্কির উপদেষ্টা আরেস্তোভিচ অবশ্য দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের চেয়ে রুশ সেনারা বেশি মারা গেছেন এবং ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন।

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনে এসে ৩০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন।

অবশ্য যুক্তরাজ্যের গোয়েন্দাদের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে সেটি সংখ্যায় অনেক কম। যুক্তরাজ্য দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে অবশ্য নিজেদের সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করা হয় না।

সর্বশেষ ২৫ মে প্রকাশিত তথ্যে তারা বলেছিল, যুদ্ধে ১ হাজার ৩৫১ জন সেনা প্রাণ হারিয়েছেন।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ