২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

লিবিয়ার সংসদে ঢুকে বিক্ষোভকারীদের হামলা, আগুন

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় বিক্ষোভকারীরা দেশটির তোবরুক শহরে অবস্থিত সংসদের ভেতর ঢুকে হামলা চালান। খবর আল আরাবিয়ার।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিক্ষোভকারীরা সংসদের ভেতর ঢুকে পড়তে সমর্থ হন। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেন। বর্তমান রাজনৈতিক দলগুলোর ওপর ক্ষোভ থেকে এমনটা করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা সংসদে ঢুকে পড়ার পর সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে পড়েন।

সরকারের ব্যর্থতার কারণে শুক্রবার লিবিয়ার তোবরুক, বেনগাজি এবং ছোট শহরগুলোতে বিক্ষোভ হয়।

২০১১ সালে ন্যাটোর সমর্থন নিয়ে মোহাম্মদ গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে লিবিয়ায় অস্থিরতা শুরু হয়, যা এখনো চলমান আছে।

২০১৪ সালে লিবিয়া পূর্ব ও পশ্চিম দুইভাগে বিভক্ত হয়ে যায়। ২০২০ সালে লিবিয়াকে একত্রীকরণে আবার কাজ শুরু হয়।

২০২০ সালে পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর পূর্ব অংশের সংসদ জানায়, আব্দুলহামিদ আল-দেবিবাহের অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের সময়সীমা শেষ হয়ে গেছে এবং তারা ফাতি বাসাগাকে তার স্থলে নিযুক্ত করেছে।

সূত্র: আল আরাবিয়া

               

সর্বশেষ নিউজ