দোনবাস প্রদেশের দোনেৎস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। দোনেৎস্কের সম্মুখভাগের শহর হলো স্লোভিয়ানেস্ক।
দোনবাসের লুহানেস্ক দখল করার পর এখন রুশ সেনাদের নজর দোনেৎস্কের দিকে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দোনেৎস্কের স্লোভিয়ানেস্কের বাসিন্দা এবং সেখানে অবস্থান করা ইউক্রেনের সেনারা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন স্লোভিয়ানেস্কে ব্যাপক হামলা চালাবে রুশ সেনারা।
নাম প্রকাশ না করার শর্তে এপিকে একজন সেনা বলেন, সবাই জানে স্লোভিয়ানেস্কে বড় যুদ্ধ হবে।
২৩ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবী সেনা, যিনি যুদ্ধের আগে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, দুঃখ করে বলেন, আসন্ন রুশ সেনাদের হাতে যেসব অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো প্রতিহত করা এবং রুশ সেনাদের ঠেকানোর মতো অস্ত্র আমাদের হাতে নেই।
দুঃখের হাসি দিয়ে এ সেনা বলেন, ‘আমরা জানি কি আসছে।’
এদিকে ২০১৪ সালে রুশপন্থি সেনারা স্লোভিয়ানেস্ক দখল করেছিল। তাদের অধীনে তিন মাস ছিল স্লোভিয়ানেস্ক। ওই সময় অঞ্চলটিতে থাকা বেশ কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের অপহরণ করা হয়েছিল। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছিল।
স্লোভিয়ানেস্কের মেয়র জানিয়েছেন, শহরে এখন প্রতিদিন তিন থেকে পাঁচবার গোলাবর্ষণ হচ্ছে। তাছাড়া গত সপ্তাহ থেকে ক্লাস্টার বোমার ব্যবহার অত্যাধিক বেড়ে গেছে।
সূত্র: আল জাজিরা