২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শঙ্কায় যে সিদ্ধান্ত নিচ্ছে লাটভিয়া

প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের নিরাপত্তার শঙ্কায় ফের সেনাবাহিনীতের যোগদান বাধ্যতামূলক করতে যাচ্ছে বাল্টিক রাজ্য লাটভিয়া। লাটভিয়ান প্রতিরক্ষামন্ত্রী আর্টিস পাব্রিকসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্টিস পাব্রিকস জানান, লাটভিয়ার বর্তমান সামরিক ব্যবস্থা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এদিকে আমাদের ভাবার কোনো কারণ নেই যে রাশিয়া তার আচরণ পরিবর্তন করবে।

ন্যাটো প্রতিরক্ষা জোটে যোগদানের কয়েক বছর পরে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদান বাতিল করেছিল লাটভিয়া।

লাটভিয়ার জনসংখ্যা ২০ লাখেরও কম। দেশটির সঙ্গে বেলারুশ এবং রাশিয়া উভয়ের সীমান্তে রয়েছে। বর্তমানে মাত্র সাড়ে ৭ হাজার নিয়মিত সৈন্য এবং ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে দেশটির। এসব সেনার মধ্যে ন্যাটোর সৈন্য রয়েছে দেড় হাজার।

               

সর্বশেষ নিউজ