ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে বৃহস্পতিবার পদত্যাগ করছেন।
গুঞ্জন ওঠেছে দলীয় প্রধানের পদ ছাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রিত্বও ছেড়ে দেবেন তিনি।
তবে আসছে শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন। কারণ ওই সময়ের আগে নতুন নেতা নির্বাচন করবে না কনজারভেটিভ পার্টি।
বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?
ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান নারী পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস।
কনজারভেটিভ পার্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি। বরিস জনসনের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিও লিস ট্রাস।
লিস ট্রাস ইউক্রেন-রাশিয়া ইস্যুতে সবচেয়ে বেশি সরব রয়েছেন।
এরপর আছেন পদত্যাগকারী সাবেক অর্থমন্ত্রী ঋসি সুনাক। তিনি কনজারভেটিভ পার্টির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি।
এরপর আছেন পদত্যাগকারী স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও।
বেন ওয়ালেস কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে জনপ্রিয়। তাছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সরব থাকায় ব্রিটিশদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: বিবিসি, এনডিটিভি