২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

‘বিএনপির এসব অপলাপ ক্ষমতার প্রতি তীব্র হাহাকারের দীর্ঘশ্বাস’

বিএনপি মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার ও বিষোদগার। বিএনপি নেতাদের এসব অপলাপ ক্ষমতার প্রতি তীব্র হাহাকারের দীর্ঘশ্বাস। এভাবেই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১১ জুলাই) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ঈদের দিন দেওয়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধবিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উসকানিদাতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতিভূ, গণতন্ত্রবিনাশী এক রাজনৈতিক অপশক্তি।

বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে- তারাই বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপারেশন ক্লিনহার্টের সময় বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন। তিনি বলেন, বিএনপির ইনডেমনিটি খুনিদের রক্ষার জন্য আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে।

               

সর্বশেষ নিউজ