২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান!

ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন নিচ্ছে রাশিয়া। এসব ড্রোনের মধ্যে সশস্ত্র যেমন আছে, নিরস্ত্রও আছে। অভিযোগটি করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরান ইতোমধ্যেই রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে কিনা তা নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছে ‘তথ্য’ রয়েছে চলতি মাস্ ব্যবহার করার জন্য রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান।

তিনি সোমবার সাংবাদিকদের বলেন, আমাদের কাছে থাকা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান সরকার রাশিয়াকে কয়েক শ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে অস্ত্রবহনকারী ড্রোনও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগ দিয়ে এই মন্তব্য করলেন সুলিভান। বাইডেনের এই সফরে ইরানের পরমাণু কর্মসূচি ও এই অঞ্চলে দেশটির তৎপরতা হবে প্রধান আলোচ্য বিষয়।

সুলিভান বলেন, চলতি বছরের প্রথম দিকে যুদ্ধবিরতির আগে পর্যন্ত সৌদি আরবে আক্রমণের জন্য হাউছি বিদ্রোহীদের এ ধরনের ড্রোনই দিয়ে আসছিল ইরান।

সূত্র : আরব নিউজ

জ্বালানির প্রশ্নে ‘সর্বনাশা পরিণতির’ সতর্কতা পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ‘সর্বনাশা পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন।

সরকারি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিভিন্ন দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে।’

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ হাসিলে নিষেধাজ্ঞার ব্যবহার অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র : এএফপি

               

সর্বশেষ নিউজ