২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

ইউক্রেনের হাতে আটক রুশ সামরিক সরঞ্জামের প্রদর্শনী

চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে প্রদর্শন করা হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হাতে আটক রাশিয়ার সামরিক সরঞ্জাম। রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই ইউক্রেনকে সহযোগিতা করে আসছে চেক প্রজাতন্ত্র।

তারই ধারাবাহিকতায় বন্ধুদেশে এবার সমরাস্ত্র প্রদশর্নী করলো ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রদর্শনীতে দেখানো হয়েছে যুদ্ধে আটককৃত বেশকিছু জিনিস, যার মধ্যে ছিল যুদ্ধে ব্যবহৃত একটি টি-৯০এ মডেলের ট্যাঙ্ক। যুদ্ধ চলাকালীন ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে ট্যাঙ্কটি বিধ্বস্ত হয়।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ