২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

আফগানিস্তানে যুদ্ধাপরাধ করেছে ব্রিটিশ স্পেশাল ফোর্স: বিবিসির রিপোর্ট

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি দেশটির স্পেশাল এয়ার সার্ভিসের একটি স্কোয়াড্রোনের জঘন্য যুদ্ধাপরাধের বিষয়টি সামনে এনেছে।

২০১০-২০১১ সাল পর্যন্ত ওই স্কোয়াড্রোনটি আফগানিস্তানের হেলমান্দে যুদ্ধাপরাধ সংঘটিত করে।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাতের বেলা কথিত অভিযানে বের হয় অস্ত্রবিহীন সাধারণ মানুষকে হত্যা করেছে ওই স্কোয়াড্রোনটি। তারা মাত্র ছয় মাসের ব্যবধানে ৫৪ জন সাধারণ আফগানিকে বেআইনিভাবে হত্যা করে।

তাদের এসব যুদ্ধাপরাধের বিষয়টি বাহিনীর তৎকালীন প্রধান মার্ক কার্লেটন-স্মিথকে জানানো হয়। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন।

তবে বিবিসি তার মন্তব্য নিতে গেলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

তাছাড়া বিবিসির হাতে আসা বিভিন্ন ই-মেইল থেকে জানা গেছে, উচ্চপদস্থ অন্য কর্মকর্তারাও বিষয়টি জানতেন। তাদের দায়িত্ব ছিল এমন কিছু জানার পর সেটি মিলিটারি পুলিশকে অবহিত করা। কিন্তু তারা সেটি করেননি।

বিবিসি তাদের এ প্রতিবেদনে জানিয়েছে, রাতের বেলা যেসব কথিত অভিযানে মানুষকে তারা হত্যা করত, সেসব হত্যার কারণ প্রায় একই রকম বলত তারা।

অভিযান শেষে বলা হত, অভিযুক্তকে গ্রেফতারের পর সে গ্রেনেড বা অস্ত্র নিয়ে হামলা করার চেষ্টা করেছে ফলে তাকে হত্যা করা হয়েছে।

এমনকি একজনের হত্যা করার পর তার হত্যাকে বৈধ করতে তার পাশে একটি একে-৪৭ রাইফেলও রেখেছিল যুক্তরাজ্যের সেসব যুদ্ধাপরাধী স্পেশাল ফোর্সের সেনারা।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ