১, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

‘স্বর্গের খোঁজ’ চালিয়ে যাবে নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা মঙ্গলবার মহাকাশের চমকপ্রদ বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

তাদের ছবিতে এমনও দৃশ্য রয়েছে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি।

মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব থেকে এসব ছবি তোলা হয়।

আর এমন চমকপ্রদ সব ছবি প্রকাশ করার পর নাসার পরিচালক বিল নেলসন বলেছেন, নাসার সেরা কাজগুলোর প্রতিনিধিত্ব করে এসব ছবি।

তিনি জানান, এসব কাজই বিজ্ঞানের জন্য তাদের এগিয়ে নিতে সাহায্য করে।

তিনি এরপর জানান, নাসা স্বর্গের খোঁজ পাওয়ার চেষ্টাও চালিয়ে যাবে।

এ ব্যাপারে নাসার পরিচালক বিল নেলসন বলেন, আমরা কখনো স্বর্গের খোঁজ পাওয়ার চেষ্টা বন্ধ করতে চাই না। মানবিকতার বিকাশের জন্য আরেক ধাপ এগিয়ে যেতে থামতে চাই না।

এরপর জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোথাও, অসাধারণ কিছু জানার বিষয় জানার অপেক্ষায় আছে।

আমি মনে করি তার সেসব কথা এখন বাস্তবে রুপ পাচ্ছে, যোগ করেন নেলসন।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ