২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

রাশিয়া-সিরিয়ার সঙ্গে যোগ দিল উত্তর কোরিয়াও

এশিয়ার নিউক্লিয়ার শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানেস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় তারা।

এর মাধ্যমে রাশিয়া এবং সিরিয়ার পর জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর পর তৃতীয় দেশ হিসেবে এ দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে ইউক্রেনের দোনবাসের লুহানেস্ক এবং দোনেৎস্কের কিছু অংশ দখল করে। এরপর দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।

ইউক্রেনে হামলা করার তিনদিন আগে বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসংঘের সদস্যভুক্ত একমাত্র দেশ হিসেবে রাশিয়া প্রথম দোনেৎস্ক-লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

এরপর জাতিসংঘের আরেক দেশ সিরিয়া ২৯ জুন বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

জাতিসংঘের সদস্য ছাড়া আরেকটি দেশ লুহানেস্ক-দোনেৎস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। সেটি হলো দক্ষিণ ওসেতিয়া।

অবশ্য দক্ষিণ ওসেতিয়াও একটি বিচ্ছিন্ন অঞ্চল যেটি নিজেকে স্বাধীন দেশ হিসেবে দাবি করে। আগে দক্ষিণ ওসেতিয়া ছিল জর্জিয়ার অংশ। এখনো আন্তর্জাতিকভাবে দক্ষিণ ওসেতিয়াকে জর্জিয়া হিসেবেই ধরা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

               

সর্বশেষ নিউজ