২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

যে কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ-বিচ্ছিন্নতাবাদীদের দখল করে নেওয়া ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বুধবার পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন জেলেনস্কি। খবর আলজাজিরার।

এর আগে রাশিয়া ও সিরিয়া ইউক্রেনের দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর পর উত্তর কোরিয়ার এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে মনে করি আমরা।

উল্লেখ্য, ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেছে উত্তর কোরিয়া।

               

সর্বশেষ নিউজ