২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

২০ জুলাই থেকে সারা দেশে বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে চলতি মাসের ২০ জুলাইয়ের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে। শনিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

২৪ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহি বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হওয়াসহ মাঝারি বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরর্বতী ৭২ ঘন্টা পর থেকে অথাৎ ৩ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদায় নেবে। যদিও ২০ জুলাইয়ের আগেই তাপপ্রবাহ কমতে শুরু করবে।

তিনি আরও বলেন, আপাতত বৃষ্টি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমে আসবে। গত কয়েকদিন যে দাবদাহ ছিল, আজ থেকে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামী দুদিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে।

               

সর্বশেষ নিউজ