২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

আমার সৎ মেয়েই আমার সন্তানের মা: ইলন মাস্কের বাবা

বিলিয়নিয়ার টেসলার মালিক ইলন মাস্কের বাবা এরোল মাস্ক বলেছেন, তার সৎ মেয়ের গর্ভে দু-দুটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি ইউএস সান পেপার নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তিনি এই স্বীকারোক্তি দেন।

ঘটনাটি পরিবারের কেউ-ই মেনে নিতে পারছে না। কিন্তু ইরোলের কাছে বিষয়টি কোনো ব্যাপার না। ৭৬ বছর বয়সী এরোল মাস্ক আরও বলেন যে, তিনি মনে করেন এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী সৎ মেয়ে জানা বেজুইদেনহাউয়ের সঙ্গে গোপন সম্পর্ক ছিল ইরোলের। দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক ঘটে বহুবার। এতে জানা দুবার গর্ভবতী হন। ২০১৭ ও ২০১৯ সালে দুটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। যাদের বাবা ইরোল। জন্মের পর মায়ের কাছেই থাকে তারা। তাদের প্রথম সন্তানের নাম জানান ইরোল। তার নাম ইলিয়ট রুশ। ইলন মাস্কসহ এখন সাত সন্তানের জনক ইরোল।

এরোল বলেন, রুশ দেখতে অনেকটা তার অন্য দুই কন্যা রোজ ও টোস্কার মতই। কিন্তু তার অন্য মেয়েরা তার সৎমেয়ের সাথে সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা এটিকে ভয়ঙ্কর সম্পর্ক মনে করেন, কারণ বেজুইডেনহাউট তাদের সৎবোন।

ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তারপরই হেইড বেজুইডেনহাউটকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা। এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম ইলন, কিম্বল এবং টসকা। অন্যদিকে, এরোলের দ্বিতীয় পক্ষের স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিলও হেইডের। তারই নাম জানা বেজুইডেনহাউট।

               

সর্বশেষ নিউজ