২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে় মুজিববর্ষ উপলক্ষে ঘর পেলেন গৃহ ও ভূমিহীন ৫ পরিবার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভূমি ও গৃহহীন ৩য় পর্যায়ে ২ ধাপে ঘর পেলেন ৫টি পরিবার ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগদান করে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। সিরাজদিখানে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলি মো.রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত হোসেন, থানার ওসি একেএম মিজানুল হক,মেডিকেল অফিসার ডা.শহিদুল ইসলাম খন্দকার,মালখানগর ইউপির চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনা,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হকসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।

               

সর্বশেষ নিউজ